পাঁচ দাবিতে ৮ রাজনৈতিক দলের পদযাত্রা আজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরেই গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ পাঁচ দাবিতে জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দলের পদযাত্রা আজ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর পল্টনে সমবেত হয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে এ পদযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

পাঁচ দাবিতে আন্দোলনরত দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

এরআগে, গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা।