বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্র রক্ষার আহ্বান বিএনপি মহাসচিবের
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:১৬ | অনলাইন সংস্করণ

গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থায় আমূল সংস্কার এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট ছিল ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির দিনটি।
শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে। নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ধারাই একমাত্র পথ, তাহলেই এ দিবসের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা হলো গণতন্ত্র, জাতীয় ঐক্য ও স্বাধীনতার আদর্শে অবিচল থাকা। এই দিবস আমাদের মনে করিয়ে দেয়— জনগণের ঐক্যই পারে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে।
এ সময় বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্রকে সংহত রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
