ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক 

আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদল।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন — চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে কর ও ব্যাংকিং খাতের সংস্কার, সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়। বিএনপি প্রতিনিধিদল জোর দিয়ে উল্লেখ করে, টেকসই প্রবৃদ্ধির জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থা অপরিহার্য।

আইএমএফ প্রতিনিধিদল বিএনপি’র প্রস্তাবিত নীতিগত দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করে।

বৈঠক,আইএমএফ,প্রতিনিধিদল,বিএনপি,আমির খসরু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত