বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৩:১১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের বৈঠক সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকটি শুরু হয় রাত ৯টা ১০ মিনিটে এবং শেষ হয় রাত ১১টা ১৫ মিনিটে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তারেক রহমান বৈঠকে দলীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে নেতাদের সঙ্গে আলোচনা করেন।