সালাহউদ্দিন আহমেদ
চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৪:৫২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী।
অবশ্য এর আগেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা একাধিকবার জানিয়েছেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। নভেম্বরের শেষ নাগাদ তার ফেরার সম্ভাবনার কথাও দলীয় সূত্রে জানা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ছাড়েন বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। সেই থেকে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। জুলাই মাসের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা মামলার জটিলতা অনেকটাই কেটে গেলেও এখনও দেশে ফেরেননি তিনি।
গত ৬ অক্টোবর বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “দ্রুতই মনে হয়... দ্রুতই ইনশাআল্লাহ।”
