তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৬:০৬ | অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবে দলটি।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হবে।