ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিকদলের সতর্ক অবস্থান

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৭:২২ | অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় সম্ভাব্য বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ রোধে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিকদল।

বৃহস্পতিবার সকাল থেকে সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন বুলেটের নেতৃত্বে নেতাকর্মীরা গুলশানস্থ নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদলের কর্মীরা জানান, তারা রাজনৈতিক অস্থিরতার সুযোগে নগরজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবেন। পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসচেতনতা বাড়াতে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।

কর্মসূচির অংশ হিসেবে তারা নগর ভবনের আশপাশে ও সংলগ্ন এলাকায় সাধারণ নাগরিকদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠমোর মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার অনুরোধ করা হয়।

শ্রমিকদল নেতারা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ ও নাগরিক সেবা কোনো অবস্থাতেই ব্যাহত হবে না, তা নিশ্চিত করতে তারা মাঠে রয়েছেন।

একজন নেতা বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। নাগরিকদের জান-মাল ও সেবার নিরাপত্তা নিশ্চিত রাখাই আমাদের প্রথম দায়িত্ব।”

অবস্থান কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা নগর ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে ব্যানার ও পোস্টার প্রদর্শন করেন, যেখানে নাগরিক ঐক্য ও শান্তির বার্তা দেওয়া হয়।

অন্য এক প্রতিনিধি বলেন, “রাজনৈতিক দলগুলোর কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, তবে নাগরিক জীবনের স্বাভাবিক প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিকদলের নেতারা জানিয়েছেন, লকডাউন চলাকালীন নগরীর বিভিন্ন স্থানে তারা স্বেচ্ছাসেবক টিম গঠন করবেন, যারা সেবা কার্যক্রম ও নিরাপত্তা সহযোগিতায় কাজ করবে।