জরুরি পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৪৩ | অনলাইন সংস্করণ

জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কয়েকটি জরুরি পরীক্ষার প্রয়োজন ছিল। সেই কারণে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে আছেন। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট এসে বোর্ড পর্যালোচনা করার পর পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে।
সর্বশেষ গত ১৫ অক্টোবর খালেদা জিয়া একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক দিনের জন্য ভর্তি থেকে সেদিন বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা এবং চক্ষুর নানা অসুস্থতায় ভুগছেন।
