স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে: আমান
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৯:০৬ | অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, এসব অপচেষ্টা সফল হবে না এবং দেশের মানুষ গণতন্ত্রে ফিরে যেতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের অপেক্ষায় আছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান ভাষণের শুরুতেই ডা. মিলনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে নির্বাচনের বিকল্প নেই। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের সময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। এই নির্বাচন ঠেকাতে স্বাধীনতাবিরোধীরা বহু চেষ্টা করেছে এবং এখনো করছে। কিন্তু কোনো বাধাই নির্বাচন ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে, আর সেই নির্বাচন দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।
ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান আরও বলেন, তারেক রহমান বাংলাদেশকে যেভাবে ভালোবাসেন, তা তার বক্তব্যে ও কর্মকাণ্ডে প্রতিনিয়ত প্রমাণিত হয়। ‘দিল্লি নয় পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ’—এই বার্তা দিয়ে তিনি প্রকৃত দেশপ্রেমের উদাহরণ স্থাপন করেছেন।
তিনি বলেন- গত ১৫ বছর যারা আন্দোলনে ছিল, তাদের নিয়ে আগামীতে জাতীয় সরকার গঠনের যে ধারণা তিনি দিয়েছেন, সেটিও তার উদার মানসিকতার প্রমাণ।
তিনি দাবি করেন, তারেক রহমান এখন বাংলাদেশের জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।
