খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিএনপির দোয়া কর্মসূচি আজ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ | অনলাইন সংস্করণ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, একই সঙ্গে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।
এদিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
গত রোববার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। তার বুকে ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা ও অন্যান্য জটিলতায় ভুগছেন। নিয়মিতই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হচ্ছে।
এবারের অসুস্থতার আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।
