খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৫:২৬ | অনলাইন সংস্করণ

চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময়।

শুক্রবার নয়াপল্টন মসজিদে জুমার নামাজ আদায় ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং অনেক কষ্ট ভোগ করেছেন।

তিনি আরও জানান, গত দুদিন ধরে দেশনেত্রী আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রাতে ডাক্তাররা তার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী ও দেশের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশের জনগণের কাছে দোয়া চাওয়া হয়েছে। আজ নয়াপল্টন মসজিদে নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেবেন যাতে তিনি আবার দেশের জন্য কাজ করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।