জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৩:৫১ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
এতে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা, দলের অবস্থান এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক–নির্দেশনা জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
