সীমান্তে হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে দুই বাংলাদেশি যুবককে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তার দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।

জামায়াত আমির বলেন, ভারতের পক্ষ থেকে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও বাস্তবে এসব ঘটনা থেমে নেই।

তিনি প্রশ্ন তুলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ কি সত্যিই এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে?

এছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করার জন্যও জোর দিয়েছেন তিনি।