বিএনপি ঘোষিত প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের প্রার্থী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ৩৬টি আসনে মনোনয়ন ঘোষণা করেন। ওই ঘোষণার মধ্যে সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
মনোনয়ন ঘোষণার পর জামায়াত মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে পোস্ট দিয়ে নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানান।
তিনি লিখেন, ‘অভিনন্দন জনাব নাছির উদ্দিন চৌধুরী। সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি। সুনামগঞ্জ-০২ [দিরাই-শাল্লা]।’
শিশির মনিরের এই অভিনন্দনসূচক পোস্টে অনেকেই তাদের মত প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, এমন সম্প্রীতির বাংলাদেশই সবাই দেখতে চায়।
