এয়ার অ্যাম্বুলেন্সে সমস্যা, শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন জুবাইদা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯ | অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছাবেন। দেশে ফিরেই তিনি অসুস্থ শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেবেন।

বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্বিত হচ্ছে। ফলে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে শুক্রবার সকাল ১০টার পর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে জানান, গত জানুয়ারির মতো এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

তিনি বলেন, আজ মধ্যরাত্রের পর অথবা আগামীকাল সকালের মধ্যে তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে। সেখানে একটি নির্ধারিত হাসপাতালে খালেদা জিয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

জুবাইদা রহমান দেশে ফিরে খালেদা জিয়ার অবস্থা মূল্যায়ন করার পর লন্ডনে পাঠানোর চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবেন।