‘১৮ কোটি মানুষের বিজয় চাই’, চট্টগ্রামে জামায়াত আমির
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৮ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চান। তার দাবি, সেই বিজয় কোরআনের মাধ্যমে অর্জিত হবে এবং চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল থেকেই নগরীর ঐতিহাসিক লালদীঘির ময়দানে নেতাকর্মী ও সাধারণ লোকজনের উপস্থিতিতে জমে ওঠে সমাবেশস্থল। দুপুর পৌনে ২টায় মূল পর্ব শুরু হয়, যার সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বক্তব্যে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতে সরকার দুর্নীতির মাধ্যমে নিজেদের উন্নয়ন করেছিল। রাস্তাঘাট নির্মাণে অনিয়ম করে দেশের টাকা লুটে বিদেশে ব্যবসা গড়ে তুলেছে। শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছিল এবং সে সময় ‘রঙ দিয়ে শুয়ে ছিল’—এমন মন্তব্যও এসেছিল। তার দাবি, তারা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল এবং রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে।
তিনি আরও বলেন, গাড়ি দিয়ে পালানোর সাহসও তারা হারিয়ে ফেলেছিল। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিকে অপকর্মে জড়ানোর চেষ্টা করা হয়েছিল। ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ এখনো সম্পূর্ণভাবে ফ্যাসিবাদমুক্ত হয়নি। ফ্যাসিবাদকে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
৫ আগস্ট বিপ্লবের পরদিন থেকেই একটি গোষ্ঠী জনগণের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না থাকলেও কেউ কেউ ক্ষমতার প্রভাব দেখাচ্ছে এবং প্রশাসনে হস্তক্ষেপের চেষ্টা করছে।
৮ দলের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন জামায়াত আমির। তিনি বলেন, ইসলামি দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটি তাদেরকে জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে যাবে। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো আন্দোলন গড়ে তোলা হবে বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে ৮ দলের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
এ ছাড়া আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদসহ বিভিন্ন ইসলামি ও রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
