ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি: জামায়াত আমির

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছেন, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি রাজনৈতিক দল পুরোনো ধাপে আছে। তারা এখন ভিন্ন শুরু কথা বলা শুরু করেছেন। জনগণের লাল কার্ড দেখানো থেকে বাঁচতে গিয়ে তারা নির্বাচন ভন্ডুল করতে চায়। প্রশাসনিক ক্যু করে তারা ক্ষমতায় যেতে অপতৎপরতা শুরু করেছে।

তিনি বলেন, দেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। বর্গিরা চলে যাওয়ার পরও দেশের ভেতর যারা সুযোগ পেয়েছে, তারা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া বানিয়েছে, কেউ পালাতে গিয়ে খালে–বিলে লুকিয়েছে, কেউ সিলেটবাসীর কাছে কলাপাতায় ধরা খেয়েছে।

জামায়াত আমির বলেন, একদল দখলদার হয়ে জনগণের ঘৃণা কুড়িয়েছে। আরেকদল বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। একসময় বিরোধী রাজনৈতিক নেতাদের, আলেম–ওলামাকে জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার যে প্রবণতা ছিল, সেটি এখনো থামেনি।

তিনি বলেন, আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, ৮ দলের বিজয়ও চাচ্ছি না। আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে; ইনশাআল্লাহ। গ্রাম থেকে বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে—কোরআনের বাংলাদেশ।

ইসলামী দলগুলোর উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, সব ধরনের ভয়ের জাল ছিন্ন করে নিজেদের আঙিনায় চলে আসেন। এখন যেখানে আছেন এটা আপনাদের আঙিনা না। যারা মুসলমানদের জঙ্গি বলে তাদের সঙ্গে আপনাদের মানায় না। আপনারা আসলে আমরা বুকে জড়িয়ে কবুল বলবো।

সমাবেশে আরো বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।