জামায়াত সেক্রেটারি
লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচনের ‘লেভেল প্লেইং ফিল্ড’ হিসেবে গ্রহণ করা যায় না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে জামায়াতের একটি প্রতিনিধিদল। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াত সেক্রেটারি।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা, কিছু ইনফরমেশন গ্যাপ, কিছু অস্পষ্ট অবস্থা, এগুলো পরিষ্কার করার জন্যই আজকে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম। সুনির্দিষ্ট কিছু বিষয়ে তাদের সঙ্গে আমাদের আলাপ–আলোচনা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা তাদের (নির্বাচন কমিশন) বলেছি, উনারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। বিদ্যমান অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিকভাবে আমরা তাদের সামনে তুলে ধরে বলেছি এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গ্রহণ করবো না। সুনির্দিষ্টভাবে আপনাদের পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরে কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে। প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা প্রয়োজন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
জামায়াত সেক্রেটারি জানান, কমিশনের কাছে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানিয়েছেন তারা। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে ফলপ্রসূ কার্যক্রম দেখতে চায় জামায়াত। তফসিলের বিষয়েও ইসির অবস্থান স্পষ্টভাবে জানতে চায় জামায়াত।
তিনি আরও জানান প্রবাসী ভোটিং পদ্ধতি সহজ করার বিষয়ে বলেছি। ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ স্থাপনের বিষয়ে জোর দিয়েছি। এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অবস্থান কী হবে তা স্পষ্টভাবে জানতে এসেছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। আশা করি এবারের নির্বাচন বিগত তিন নির্বাচনের মতো হবে না। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
