মেগা প্রজেক্ট নয়, প্রাধান্য হবে শিক্ষা ও জনবল: তারেক রহমান
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫ | অনলাইন সংস্করণ

ঢাকায় বুধবার (১০ ডিসেম্বর) বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, কারণ এতে দুর্নীতি হয়। তার পরিবর্তে সরকারি ব্যয় কেন্দ্র হবে শিক্ষা এবং জনবল তৈরির দিকে।
তারেক রহমান বলেন, “কোনও রাজনৈতিক দল আগামীর বাংলাদেশের জন্য পরিকল্পনা দেয়নি। একমাত্র বিএনপি এ ধরনের পরিকল্পনা দিয়েছে।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধাপে ধাপে সারা দেশের নারী সমাজকে সাবলম্বী করে অর্থনীতির শক্তিশালী ভিত্তি তৈরি করা হবে। এছাড়া ক্ষমতায় এলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ হবে নারী।
তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করার আহ্বান জানান।
