ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০ | অনলাইন সংস্করণ

রাজধানীতে নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাদিক কায়েম লেখেন, ওসমান হাদীকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে বলে তিনি দাবি করেন এবং রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনি প্রচারে যাওয়ার প্রাক্কালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জুমার নামাজের পরপরই এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তারা খবর পেয়েছেন যে ওসমান হাদি বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। টিমের নিশ্চিত তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের মধ্যে একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
জানা গেছে, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে। তাকে হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে রাখা হয়েছে। তার সমর্থকরা বি-নেগেটিভ রক্তের জন্য হন্যে হয়ে খোঁজ করছেন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখার পর থেকেই রাজপথে সক্রিয় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিক্ষোভের সময় তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী রাজপথে নেমেছিলেন। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ভোর থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত ছিলেন তিনি।
গত নভেম্বর মাসে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে আগে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
তিনি দাবি করেছিলেন, আওয়ামী লীগের খুনিরা বিদেশি নম্বর ব্যবহার করে এসব হুমকি দিচ্ছে এবং তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
