গুলিবিদ্ধ ওসমান হাদি, যা বলছেন চিকিৎসক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫ | অনলাইন সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়।

বর্তমানে তার রক্তচাপ কিছুটা উন্নতির দিকে থাকলেও মাথার ভেতরে গুলি রয়ে গেছে এবং কানের পাশেও গুলি লেগেছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঢামেকের জরুরি বিভাগেই তার চিকিৎসা চলমান ছিল।

দুপুর আড়াইটার কিছু আগে রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার ওপর গুলি চালায়।

গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রিকশাতেই তাকে হাসপাতালে আনা হয় বলে জানান সঙ্গে থাকা মিসবাহ।

এর আগে গত মাসে বিভিন্ন দেশি-বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা প্রকাশ করেছিলেন ওসমান হাদি। নভেম্বর মাসে তিনি জানান, অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সটের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

১৪ নভেম্বর ফেসবুকে এক পোস্টে তিনি অভিযোগ করেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আওয়ামী লীগের খুনিরা তার নম্বরে ৩০টি বিদেশি নম্বর থেকে নানা বার্তা পাঠিয়েছে এবং তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখার হুমকি দিয়েছে।