ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার তদন্ত চায় জামায়াত

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২১:২২ | অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ভালুকায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকায় পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে এবং পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক।

জানা গেছে, পিটিয়ে হত্যা পর স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের গাছে লাশ ঝুলিয়ে মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা উল্লাস করেন এবং আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেয় উপস্থিত ব্যক্তিরা। এ সময় মহাসড়কে প্রায় ত্রিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।