সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকেল ৩টার দিকে সিইসির সঙ্গে বৈঠক বসেন বিএনপির প্রতিনিধি দল।
বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত আছেন। এছাড়া, বিএনপির প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা করতে সিইসির সঙ্গে বৈঠক করতে এসেছেন তারা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর লন্ডনের নির্বাসিত জীবন শেষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান।
