দেশে ফিরছেন তারেক রহমান, সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে তিনি যাত্রা করবেন। তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

দীর্ঘ সময় পর তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে হিথ্রো বিমানবন্দরে জমায়েত হয়ে সাধারণ যাত্রীদের অসুবিধা সৃষ্টি না করার জন্য নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

 

আবা/এসআর/২৫