তারেক রহমানের দেশে সফরে সঙ্গে আছেন স্ত্রী, কন্যা ও ব্যক্তিগত স্টাফরা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সফরে কে থাকছেন তা নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে।

জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাসে পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে তারেক রহমানের পক্ষে মোট ৬টি বিজনেস ক্লাসের টিকিট কেনা হয়েছে। এই ছয়জনের মধ্যে আছেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন।

আরাফাত রহমান কোকোর দুই কন্যা—জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সফরসঙ্গী হচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজনেস ক্লাসের বাইরে আরও কয়েকজন নিজস্ব অর্থে টিকিট কেটেছেন, যাদের মধ্যে আছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম এবং ডালিয়া লাকুরিয়া।

বিজনেস ক্লাসের ওয়ানওয়ে টিকিটের দাম ৩ হাজার ৬০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

এছাড়া প্রায় ৩৫ জন ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ইটালি ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু বিএনপি নেতারাও একই ফ্লাইটে যাচ্ছেন।

এছাড়া তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। সব মিলিয়ে এই সফরে ৫০ জনের বেশি যাত্রী রয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, “আমাদের নেতা তারেক রহমান পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে যাচ্ছেন। এর বাইরে অনেকেই নিজের মতো টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন বলে শুনেছি। তারেক রহমান সাহেব বিমানবন্দরে বিদায় জানানোর জন্য বারবার নিষেধ করেছেন, তারপরও কেউ গেলে আমার কিছু বলার নেই।”