তারেক রহমানকে স্বাগত জানাতে পূর্বাচলে মানুষের ঢল

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিএনপির এই নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয়েছে গণসংবর্ধনার। বুধবার রাত থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা। শীত উপেক্ষা করে অনেকেই রাত কাটিয়েছেন সেখানেই।

ভোরে ৩০০ ফিট এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। চারদিক স্লোগানে স্লোগানে মুখরিত। নেতাকর্মী ও সমর্থকদের কণ্ঠে ভেসে উঠছে ‘বগুড়ার মাটি, তারেক ভাইয়ের ঘাঁটি’, ‘মা, মাটি ডাকছে-তারেক রহমান আসছে’, ‘তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এমন নানা স্লোগান দিচ্ছেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শীত উপেক্ষা করেই ভোররাতে দূর-দূরান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। তাদের ভাষ্য, নেতাকে একনজর দেখতে পারলেই সব কষ্ট সার্থক হবে।

 

আবা/এসআর/২৫