তারেক রহমানকে বরণে স্লোগানে প্রকম্পিত ৩০০ ফিট এলাকা

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি রাজধানীর ৩০০ ফিট রোডে সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন। তার আগমনকে কেন্দ্র করে সেখানে সকাল থেকেই স্লোগান, পতাকা ও ব্যানারে মুখরিত হয়ে উঠেছে। প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে এক অনন্য উচ্ছ্বাস সৃষ্টি করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা ৪২ মিনিটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। সংবর্ধনা মঞ্চে ইতোমধ্যেই আসীন হয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। এছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত লাখো নেতাকর্মী মঞ্চের চারপাশে অবস্থান নিয়েছেন।

তারেক রহমানের ফেরার এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকা জনস্রোত ও উৎসবমুখরতায় পূর্ণ। সেখানে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে, যেমন: “তারেক রহমান বীরের বেশে”, “ফিরে এলেন বাংলাদেশে”, “তারেক রহমান আসছে”, “বাংলাদেশ হাসছে”। স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে আছে।

এদিকে সংবর্ধনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তৎপর রয়েছেন পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা।