ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি: তারেক রহমান

আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি: তারেক রহমান

আল্লাহর অশেষ রহমত এবং জনগণের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রিয় বাংলাদেশ। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত প্রিয় ভাই-বোনরা। মিডিয়ার সামনে সারা বাংলাদেশের যারা দেখন এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ্য, কোটি শুকরিয়া জানাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি; আপনাদের দোয়ায়।

তিনি বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু- যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে আবার ঘরে ফিরে আসতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একাত্তরে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।

তিনি বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।

তারেক রহমান,মাতৃভূমি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত