আজ ভোটার হচ্ছেন তারেক রহমান, সংগ্রহ করবেন এনআইডি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (শনিবার) ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন এবং একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করবেন। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে তিনি আজ নির্বাচন কমিশনে গিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারার আওতায় তারেক রহমান ভোটার হতে পারবেন।
গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ওই তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন হলেও, সেখানে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত ছিল না।
এরই মধ্যে বিএনপি ঘোষণা দিয়েছে, আসন্ন নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। সে লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে। তবে আইন অনুযায়ী ভোটার না হলে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। এ কারণে আজ তার ভোটার নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
এদিকে তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, আইন অনুযায়ী এখনো তারেক রহমানের ভোটার হওয়ার সুযোগ রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনগত কোনো সমস্যা নেই। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা প্রয়োগ করে নির্বাচন কমিশন যে কোনো সময় কাউকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।
