২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯ | অনলাইন সংস্করণ

ভোটার হওয়ার আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি জানান, তারেক রহমান আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি পেতে পারেন। যদি কিছু কারণে সময় বৃদ্ধি পায়, তবে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এটি সম্পন্ন হবে।

এদিকে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তারেক রহমান। এর আগে, দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। ইসি থেকে বের হয়ে রাজধানীর গুলশানের বাসভবনের দিকে রওনা হয়েছে তারেক রহমানের গাড়িবহর।

প্রসঙ্গত, ২০০৭-২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান, এরপর দেশে আর না ফেরায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।