ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন পার্থ

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২০:১১ | অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

অনেকটা গোপনে সংবাদমাধ্যম কর্মীদের এড়িয়ে শনিবার বিকালে পার্থর পক্ষে দলীয় নেতাকর্মীরা ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভোলা জেলা প্রশাসক শামীম রহমান বলেন, “জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেছেন, ‘হাই কমান্ডের নির্দেশ ছাড়া এ ব্যাপারে কিছু বলতে পারছি না।’ তবে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আছেন জেলা আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র গোলাম নবী আলমগীর।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে ভোট প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও বিএনপির জোট শরিক হিসেবে এখন পর্যন্ত তাকে কোনো আসন ছেড়ে দেওয়া হয়নি।

সবশেষ ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন চার দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পার্থ।