বিকেলে জামায়াতসহ ৮ দলের জরুরি সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং আন্দোলনরত ৮ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে আজ এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন হবে।
সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে নিম্নলিখিত আটটি দল:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফ আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
