ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা রহমান
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে রোববার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি দেশের একজন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হলেন।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইনে আবেদন করেন তারেক রহমান। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মণির প্রতিচ্ছবি (আইরিশ স্ক্যান)সহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এর মাধ্যমে ভোটার হওয়ার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
ওইদিন তারেক রহমানের সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেন। নির্বাচন কমিশন রোববার তারেক রহমানের পাশাপাশি তাকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দেয়।
উল্লেখ্য, তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র ঠিকানা ব্যবহার করে ভোটার হওয়ার আবেদন করেন।
২০০৮ সাল থেকে দীর্ঘ সময় প্রবাসে অবস্থান করায় তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটার হওয়া তার জন্য বাধ্যতামূলক। যদিও শুরুতে পৈতৃক আসন বগুড়া-৬ থেকে নির্বাচনের প্রস্তুতি ছিল, কৌশলগত বিবেচনায় তিনি ঢাকার এই আসনের ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন।
