রংপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এটিএম আজহার
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম এবং মাওলানা আব্দুল হান্নান খান।
এটিএম আজহারুল ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, তিনি রংপুর-২ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সমর্থন কামনা করেছেন।
