সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ | অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশান থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে নেওয়া হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্যে লাল-সবুজ জাতীয় পতাকায় আবৃত একটি ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ বহন করা হচ্ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে।
যাত্রাপথে ভ্যানটি গুলশান-২ হয়ে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং অতিক্রম করে বাম দিকে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।
