মায়ের কফিনের পাশে কোরআন তিলাওয়াত করেন তারেক রহমান
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় আবৃত একটি গাড়িতে করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের উদ্দেশ্যে রওনা হয়। পরে মরদেহটি নেওয়া হয় তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে।
বাসভবনে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। মায়ের শেষ বিদায়ের এই হৃদয়বিদারক মুহূর্তে গভীর শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সময় কাটাতে দেখা যায় তাকে। মায়ের কফিনের পাশে বসে নীরবে কোরআন তিলাওয়াতে মগ্ন ছিলেন তারেক রহমান, যা উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
