জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য এ সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়।

এর আগে সকাল থেকে সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলের দিকে ভিড় করেন। উদ্যানের মূল প্রবেশদ্বার বন্ধ থাকায় বিজয় স্মরণি মোড়ে অনেকেই ব্যারিকেডের বাইরে অপেক্ষা করেন এবং সমাধিস্থলে যেতে না পেরে সড়কে দাঁড়িয়ে দোয়া করেন।

জানা গেছে, সমাধিস্থলে সংস্কার কাজ চলাকালীন সময়ে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে কাজ শেষ বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় তা উন্মুক্ত করা হয়েছে। সমাধিস্থল এবং পুরো উদ্যানের নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও।