রাজধানীতে আজকের কর্মসূচি: কোথায় কী হচ্ছে

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে বাইরে বের হওয়ার আগে আজ শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর কোথায় কী কর্মসূচি রয়েছে—তা জেনে নেওয়া প্রয়োজন।

বিএনপির কর্মসূচি: আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতারা শহীদ রাষ্ট্রপতির মাজারে খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

ছাত্রদলের কর্মসূচি: ছাত্রদলের উদ্যোগে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

মঞ্চ ২৪-এর কর্মসূচি: সংগঠন মঞ্চ ২৪ আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে সারাদেশে ২২৪টি মনোনয়নপত্র দাখিলের প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।