খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামছে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের। সমাধি উন্মুক্ত করার পর থেকে হাজার হাজার মানুষ দেশনেত্রীর কবর জিয়ারত করতে জিয়া উদ্যান এসে ভিড় জমাচ্ছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকেই ছুটির দিন উপেক্ষা করে মানুষ দলে দলে সমাধিতে হাজির হয়েছেন। কবর জিয়ারতের পর তারা দোয়া করছেন। কেউ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর স্মৃতি স্মরণ করছেন, কেউ বা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।

উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও প্রতিফলিত হচ্ছে আপসহীন নেত্রীকে হারানোর শোক। একজন জিয়া উদ্যানে এসে বলেন, বেগম খালেদা জিয়ার রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। তিনি সবসময় দেশপ্রেমী মানুষের প্রেরণা হয়ে থাকবেন।

এর আগে সকালে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান ও ছেলে তারেক রহমানের পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেছেন। সেই সময় কিছুক্ষণ জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। পরে সমাধি সাধারণ মানুষের জন্য আবার উন্মুক্ত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খালেদা জিয়াকে বুধবার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেল ৫টার কিছু আগে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজায় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছিল।

বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখ লাখ মানুষের সমাগম ঘটে।