নাহিদ ইসলাম

১২ তারিখের মধ্যে জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার ঘোষণা

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

জামায়াতসহ সমমনা বারো দলীয় জোটের চূড়ান্ত আসন সংখ্যার ঘোষণা আগামীকাল (১১ জানুয়ারি) অথবা পরশু'র (১২ জানুয়ারি) মধ্যেই আসবে বলে জানিয়েছেন জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির অবস্থান শিগগিরই স্পষ্ট হবে। আগামী ১১ বা ১২ তারিখের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। 

জামায়াত ও এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে রয়েছে এবং গণভোটের পক্ষে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এলে আর বড় কোনও চ্যালেঞ্জ থাকবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই।

নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।