চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর আপিল নামঞ্জুর

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালি-বাকলিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিতে পারছেন না।

এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম বিভাগের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন দ্বৈত নাগরিকত্বের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াতের এই প্রার্থী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার সকাল ১০টায় শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এদিন ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।