কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে: মির্জা আব্বাস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:১০ | অনলাইন সংস্করণ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা বারডেম হাসপাতাল অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনোদিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলো না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন-সহিংসতাসহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। নির্বাচন বানচালের উদ্দেশে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে তারা।’
তিনি বলেন, ‘জনগণের পালস বুঝতে পেরেই জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাহিরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়াতেও ব্যস্ত তারা।’
