আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫০ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা নিয়ে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছে ১১ দল। দুপুরে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকের পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানা গেছে।

১১ দলীয় জোটের সূত্র জানায়, আজ (বুধবার) দুপুরে অনুষ্ঠিত বৈঠকে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সকাল থেকেই বিভিন্ন দল তাদের নির্বাহী পরিষদের বৈঠক করবে। সব আলোচনা শেষে সন্ধ্যায় জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।

এরই মধ্যে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক পোস্টে জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটি জানায়, আজ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনের পর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

এদিকে, একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

১১ দলের একটি সূত্র জানিয়েছে, কোনো সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের বৈঠক শেষ হয়। আজ বুধবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সূত্র আরও জানায়, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে এবং আলাদাভাবে নিজ দলের অভ্যন্তরীণ বৈঠক করলেও আসন সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।