সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৮ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তবে এ বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কোনো ধারণা দেননি ওই কর্মকর্তা।
উল্লেখ্য, এরআগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেন তারেক রহমান। দেড় ঘণ্টার ওই বৈঠকের পরই ‘প্রস্তুতি শেষ হলে’ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
