নির্বাচনি সমঝোতা ইস্যুতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুক্রবার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২১:১০ | অনলাইন সংস্করণ

নির্বাচনি সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনি সমঝোতা ইস্যুতে দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেয়নি।
