ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শুক্রবার সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন

শুক্রবার সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন

নির্বাচনি সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, নির্বাচনি সমঝোতা বিষয়ে দলটির অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন হয়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা উপস্থিত ছিলেন না। জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, দলটি নিজেদের মধ্যে আরও বোঝাপড়া করছেন। পরে সিদ্ধান্ত জানাবেন।

সংবাদ সম্মেলন,ইসলামী আন্দোলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত