গুম-খুনের শিকার পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:০৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

আওয়ামী লীগ সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলনের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় সারা দেশ থেকে আগত গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের স্বজনরা অংশ নেন।
সভায় কান্নাজড়িত কণ্ঠে স্বজনরা জানান, কাউকে উঠিয়ে নেওয়া হয়েছে বাসা থেকে, কাউকে রাস্তায় থেকে। অনেকেই জানেন না তাদের প্রিয়জনদের শেষ পরিণতি কী হয়েছে। উপস্থিত স্বজনরা এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান।
মতবিনিময় সভার আয়োজন করেছে দুটি সংগঠন—‘আমরা বিএনপি পরিবার’ এবং ‘মায়ের ডাক’।
