জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ১৯ জানুয়ারি বেলা ১১টায় দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। এরপর, ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়া, ওইদিন দলের জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলেও জানান রিজভী।
