তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে পালানো ব্যক্তি এখনও শনাক্ত হয়নি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

‎বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহৃত বুলেটপ্রুফ চলন্ত গাড়িতে অজ্ঞাত দুই ব্যক্তি একটি খাম লাগিয়ে পালিয়ে গেছে। ‎গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার পর গুলশান দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। চার দিন পেরিয়ে গেলেও ওই দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) ছিল। তবে ঘটনাটি প্রকাশ পায় রোববার। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।   

খামের মধ্যে কী ছিল তা জানা যায়নি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। ওই মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিট। গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন তারেক রহমান। এ সময় সামনে এবং পেছনে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তারেক রহমান তার ব্যবহৃত বুলেটপ্রুফ গাড়িতে চড়ে যাচ্ছেন। এ সময় গাড়িটি গুলশানের ৬৫ নম্বর সড়ক পার হওয়ার সময় পেছন থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল এসে তারেক রহমানের গাড়ি স্পর্শ করে কিছু একটা লাগিয়ে দ্রুত সটকে পড়ে। তবে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীরা তারেক রহমানের গাড়িতে একটি আঠাযুক্ত খাম লাগিয়ে দিয়ে যায়। কিন্তু সেই খামে কী আছে তা দলটির পক্ষ থেকে জানানো হয়নি।

‎ডিএমপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, এ ঘটনায় গুলশান থানায় একটি জিডি করা হয়েছে। তবে আমরা এখনও গাড়িটি শনাক্ত করতে পারিনি।

‎ওসি বলেন, হঠাৎ একটি মোটরসাইকেল এসে তারেক রহমানের গাড়িতে এমন একটি আঠাযুক্ত খাম লাগিয়ে দিলো, এর কারণ জানা যায়নি। আমরা সব সিসি ক্যামেরা দেখে মোটরসাইকেল আরোহীদের খুঁজছি। আশা করছি তাদের খুঁজে পেলে বিস্তারিত জানতে পারবো।

 

আবা/এসআর/২৫