মুফতি আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করার অভিযোগে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) মামলাটি দায়ের করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওয়াজ মাহফিলের ভিডিওতে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। সেই সঙ্গে খালেদা জিয়ার কারাবাস নিয়ে বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এসব বক্তব্যে মরহুম আরাফাত রহমান কোকো, খালেদা জিয়া ও তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যা দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় শাস্তিযোগ্য। 

আবেদনে আসামির বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে।

উল্লেখ্য, এরআগে শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেয়া পূর্ববর্তী বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন আমির হামজা। 

ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘‘মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিলো ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বুঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারো দুঃখ প্রকাশ করছি। কিন্তু পুরানো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন। তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। এটাও একটু চিন্তা করে দেইখেন অপরাধী কে বেশি এইক্ষেত্রে!’’

শেষে তিনি দোয়া করেন, “আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।”

এদিকে গতকাল রোববার (১৮ জানুয়ারি) মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে হত্যার হুমকি পাওয়ার দাবি করেন। পোস্টে তিনি বলেন, ‘একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন। আমির হামজা।’